চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার (হাটহাজারী মাদ্রাসা) মহাপরিচালক এর পদ থেকে মাদ্রাসা পরিচালনা কমিটি অব্যাহতি দিয়েছেন আল্লামা শাহ আহমদ শফীকে। তিনি ১৯৮৬ সাল হাটহাজারী মাদ্রাসার দায়িত্ব পালন করে আসছিলেন। এর অব্যাহতির মধ্য দিয়ে দায়িত্বের ৩৪ বছরের অবসান ঘটলো।
মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে অনেক দিন ধরেই হেফাজত আমির আহমদ শফী এবং মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীর অনুসারীদের মধ্যে বিরোধ চলছে। গত জুনে বাবুনগরীকে সরিয়ে মাদ্রাসার সহকারী পরিচালক করা হয় শায়খুল হাদীস শেখ আহমদকে। তিনি আহমদ শফীর উত্তরসূরি হবেন বলে প্রচার রয়েছে। চলতি মাসে বাবুরগরীর অনুসারী তিন শিক্ষককে বরখাস্ত করা হয়। এর প্রতিবাদে বুধবার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আনাস মাদানীকে বরখাস্ত করা, বাবুনগরীর অনুসারীদের চাকরিতে পুনর্বহালসহ ছয় দাবিতে তাদের টানা দুদিনের আন্দোলনের পর হাটহাজারী মাদ্রাসা বন্ধ করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার রাতে মাদ্রাসা পরিচালনা কমিটির (শূরা কমিটি) বৈঠকে আহমদ শফীকে অব্যাহতি এবং তার ছেলেসহ অন্য দুই শিক্ষককে বরখাস্ত করা হয়। শূরা সদস্য মাওলানা নোমান ফয়জী বিষয়টি নিশ্চিত করেছেন। শূরার বৈঠকে মাওলানা নোমান ফয়জী, মাওলানা সালাউদ্দিন নানুপুরী, আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীসহ পাঁচজন উপস্থিত ছিলেন।