মো: লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার কালাইহাটি ছোট চৌরাস্তা সংলগ্ন আলী হুসেনের দোকানে আচমকা একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে দোকানের ভিতরে ঢুকে যায়। ৩ অক্টোবর শনিবার দিবাগত রাত আনুমানিক ৯ টায় দিকে এ দুর্ঘটনা ঘটে,দোকানের স্যাটার জয়েন্ট স্টেন্ড বেকে যায়,এতে তেমন কোন ক্ষতি হয় নাই জানাযায়।
ঘটনাটি দেখা এক প্রত্যক্ষদর্শী জানায়,ট্রাকটি কালাইহাটি হয়ে মাদ্রাসা রোডের দিকে যাচ্ছিল, যেখানে পৌরসভার নির্দেশনা অনুযায়ী রাস্তায় কোন ট্রাক/লরি দাঁড় করে মালামাল লোড আনলোড করা যাবেনা। সেখানে প্রতিদিন ট্রাক/লরি দাঁড় করা সহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে মালামাল লোড আনলোড করে বিধায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সেতাবগঞ্জ পৌরসভার বিভিন্ন রাস্তায় ট্রাক দাঁড়িয়ে ব্যাপক জানজোট সৃষ্টি হওয়ার কারণে সাধারণ মানুষের চলাচলের সমস্যা সৃষ্টি হয় বলে সাধারণ জনগণ সাংবাদিক ফোরামে বিষটি জানায়। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে সেতাবগঞ্জ পৌরসভার সুদৃষ্টি কামনা করছি।