মো:লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:
যে কোনো উৎসব আয়োজনই মানুষে মানুষে নৈকট্য বাড়ায়। আর মানুষ যত কাছাকাছি আসে তত তার মধ্যে শুভবোধের উন্মেষ হয়, মুক্তচিন্তার প্রসার ঘটে। উৎসবের মূল কথা হল, সংকীর্ণতা পরিহার করতে হবে, উদারতা দেখাতে হবে। উৎসবই প্রকৃতপক্ষে সম্প্রীতির পথ রচনা করে।
সেতাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও রাজনীতি বিদ বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রান সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জনাব, মো:আসলাম এর মুক্তচিন্তার ভাবনার বহি;প্রকাশ তার আমন্ত্রণে দূর্গা ও লক্ষীপূজা উপলক্ষে সেতাবগঞ্জ পৌরসভার পূজা উদ্যাপন কমিটি ও পূর্জা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক এবং হিন্দু ও হরিজন সম্প্রদায়, ২ নভেম্বর সোমবার রাতে নিয়ে সব ধর্র্মের মানুষের সক্রিয় অংশগ্রহনে যে যার ধর্মমতে স্বাস্থ্য বিধি মেনে প্রীতি-ভোজের আয়োজন করে, আসলাম চত্বর । জনাব আসলাম সাহেবের সকল ধর্মের প্রতি সহমর্মিতার মহতী এই উদ্যোগ গ্রহন করায় সন্তুষ্টি প্রকাশ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।