সিলেট এমসি কলেজ হোস্টেলে এক তরুণীকে গণধর্ষণ করেছে মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর টিলাগড়ে এ ঘটনা ঘটে।
স্বামীকে নিয়ে ঘুরতে শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজ এলাকায় গিয়েছিলেন ধর্ষণের শিকার হওয়া ঐ নারী। এসময় কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদেরকে জোরপূর্বক কলেজের ছাত্রবাসে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করে তারা।
এসময় তাদের সঙ্গে থাকা ৯০টি মডেলের একটি প্রাইভেট কারও ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে খবর পেয়ে পুলিশ এসে প্রাইভেটকারটি তাদের জিম্মায় নেয় এবং তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি’তে প্রেরণ করে। ঐ তরুণী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।
শাহপরাণ থানার ওসি কাইয়ুম চৌধুরী জানান, তাদেরকে উদ্ধার করা হয়েছে,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।