প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গতকাল তিনি ও তার স্ত্রীর নমুনা করোনা পরীক্ষার জন্য নেয়া হয়। এতে তার রিপোর্ট পজেটিভ এবং তার স্ত্রীর রিপোর্ট নেগেটিভ বলে জানানো হয়। জ্বর কাশি বা অন্য কোনো উপসর্গ নেই। তারপরও বয়সের বিষয়টিকে মাথায় রেখে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রবীণ এ রাজনীতিককে চট্টগ্রামের পাঁচলাইশ পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে তাঁর করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে বলে নিশ্চিত করছে তাঁর তার (এপিএস) মোঃ নূর খাঁন।