বাংলাদেশ ছাত্রলীগের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জীবনকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ফরিদপুর জেলা শাখার সভাপতি শামীম মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৬ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার কাফরুল থানায় দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে বরকত ও তার ভাই রুবেলকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শুক্রবার (২১ আগস্ট) ঢাকার উত্তরা এলাকার ১২ নম্বর সেক্টর থেকে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে গ্রেফতার করে সিআইডি।
অন্যদিকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা মামলার আসামি হিসেবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।