মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি || মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার বর্ধিতকরণ ও প্রশাসনিক জটিলতা নিষ্পত্তি করে নির্বাচনের দাবীতে সর্বস্থরের মানুষের উপস্থিতিতে মানববন্ধন করেছে পৌরসভা বর্ধিতকরণ ও নির্বাচন বাস্তবায়ন পরিষদ।
এ সময় ঢাক-সিলেট আঞ্চলিক মহাসড়ক প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
গত শনিবার (২১ নভেম্বর) দুপুরে চৌমুহনা এলাকায় প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আছকির মিয়া, আওয়ামীলীগ নেতা মো: ইউসুফ আলী, শিক্ষাবিদ ও আওয়ামীলীগ নেতা সৈয়দ মনসুরুল হক, বিএনপি নেতা সরফরাজ আলী বাবুল, সাবেক সিভিল সার্জন ডা: হরিপদ রায়, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম, আবু সহিদ আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, আশ্রিদ্রোণ ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, উপজেলা জাসদের সভাপতি হাজী এলেমান কবীর, ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহইয়া, সাবেক সাধারণ সম্পাদক কদর আলী প্রমুখ।
উলেখ্য যে, ২০১১ সালের ১৮ জানুয়ারির পর নির্বাচন হয়নি। ২ দশমিক ৫৮ বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভাটি দেশ স্বাধীনের পর ‘গ’ শ্রেণিতে রূপান্তর হয়। পর্যায়ক্রমে ২০০২ সালের ৪ ফেব্রুয়ারি ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়।
২০১৫ সালে দুই ব্যাক্তি সীমানা বর্ধিতকরণের জন্যে উচ্চ আদালতে একটি রিট করেন। এরপর উচ্চ আদালতের নির্দেশে সীমানা বর্ধিতকরণের কার্যক্রম শুরু হয়।
মানববন্ধনে বক্তারা প্রশাসনিক জটিলতা নিষ্পত্তি ও সীমানা বর্ধিতকরণ কাজ দ্রুত শেষ করে পৌর নির্বাচনের দাবী জানান। এবং নির্বাচন না হলে স্থানীয়রা কঠোর আন্দোলনের হুমকিও দেন। এছাড়া তারা আসছে পৌর নির্বাচনের আগে প্রশাসক নিয়োগের দাবী করেন।