মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি || মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূণবীর ও মির্জাপুর ইউনিয়নে নির্বাচন আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা অনুযায়ী এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টা হতে সন্ধ্যা ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ অনুযায়ী এ অভিযানকালে মির্জাপুর ইউনিয়নে পথসভা আয়োজনে আচরণবিধি লংঘিত হলে চেয়ারম্যান পদপ্রার্থীকে ৫০০০/- টাকা ও ভূণবীর ইউনিয়নে নির্বাচন আচরণবিধি লংঘন করার দায়ে ৫ জন প্রার্থীর ৫ জন এজেন্টকে ২০০০/- টাকা করে সর্বমোট ১০০০০/- টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
উল্লেখ্য যে, মির্জাপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন এবং ভূণবীর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।