লক্ষীপুর জেলা রায়পুর প্রতিনিধি খালেদ মোশারফ (নিশান) :
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফের মাতা সাহেদা বেগম সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রায়পুর উপজেলা আওয়মীলীগ, যুবলীগ,ছাএলীগ ও রায়পুরের সর্বস্তরের নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানা যায়, সাহেদা বেগম তার পিতার বাড়ি থেকে বুধবার তার পুত্র ও জেলা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শরীফের বাসায় আসার পথে ঢাকা- রায়পুর মহাসড়কের তার বাসার পাশে রাস্তার পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়।
পরে স্থানীয় লোকজন এবং শরীফসহ তাদের স্বজনরা তাকে আহত অবস্থায় প্রথমে লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপাতালে ও পরে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার রাত সাড়ে তিনটার দিকে চিকিৎকেরা তাকে মৃত ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় লক্ষ্মীপুর শহরের হাজী আমজাদ পাটোয়ারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।