রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি, খালেদ মোশারফ নিশান :
রায়পুর উপজেলায় বাড়িতে একা পেয়ে (১০) বছরের শিশুকে ধর্ষণ করেছে বাবুল মিয়া (৪০) নামক এক সুইপার। এ ঘটোনায় ভোক্তভোগী শিশুটির বাবা বৃহস্পতিবার থানায় ধর্ষণ মামলা করেন এবং ধর্ষণের পর থেকে ধর্ষক বাবুল মিয়া পালাতক ছিলেন। ঘটনার বিবরনে জানা যায়, ১৬ই নভেম্বর দুপরের দিকে রায়পুর পোষ্ঠঅফিস সংলগ্ন ওয়াপদা কলোনির বাড়িতে শিশুটি কে রেখে বাবা মা লক্ষীপুর যান। এ সুযোগে বড়িতে একা পেয়ে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বাবুল মিয়া পলিয়ে যায়। পরে শিশুটির বাবা মা খবর পেয়ে এসে তাকে উদ্বার করে রায়পুর সরকারি হাসপতালে ভর্তি কারেন।
অভিযোগের ভিত্তিতে রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব আবদুল জলিল নেতৃত্বে এসআই মোঃ জাহাঙ্গীর আলম সংগীয় ফোর্স সহ রায়পুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামী ধর্ষক বাবুল মিয়া (৪১), পিতা-মৃত মমিন মিয়া, সাং-পূর্বলাছ, পৌর ০১ নং ওয়ার্ড, থানা-রায়পুর গ্রেফতার করেন।
রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হইয়াছে এবং শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপতালে পাঠানো হয়েছে।