লক্ষীপুর (রায়পুর উপজেলা) প্রতিনিধি খালেদ মোশারফ (নিশান) : ২৬শে নভেম্বর ২০২০ রোজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা পুলিশ লইন্স ড্রিল সেড এ অনুষ্ঠিতব্য সেপ্টেম্বর (২০২০) মাসের মাসিক কল্যান সভায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট আসামী গ্রেপ্তার, সাজা ওয়ারেন্ট তামিল, অপরাধ দমনসহ রায়পুরের সাবির্ক আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখার জন্য যথাযথ ভুমিকা পালন করায় রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব আবদুল জলিল কে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি) মনোনীত করা হয়।
এ সময় লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ড. এ এইচ এম কামরুজ্জামান, পিপিএম(সেবা) মহোদয় শ্রেষ্ঠত্ব সনদ ও পুরষ্কার রায়পুর উপজেলার অফিসার ইনচার্জ জনাব আবদুল জলিলের হাতে তুলে দেন।