(রায়পুর উপজেলা) প্রতিনিধিঃ খালেদ মোশারফ (নিশান)।
লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার পৌর ৭নং ওয়ার্ডের দেলানী মোল্লা বাড়িতে একই পরিবারেরর দুই শিশু পানিতে ডুবে মারা যায়। নিহতরা হলো ৪নং সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের প্রবাসী মো:কামাল হোসেনের ছেলে শিহাব (১৮ মাস) এবং ১০ নং ইউনিয়ন মিতালী বাজার এলাকার প্রবাসী মো:সেলিম মিয়ার ছেলে নিহাজ ( ২)বছর।
ঘটনার বিবরনে নিহতদের নানা আবদুল কাদের মোল্লা জানান, গত সোমবার উনার দুই মেয়ে নাতিদের নিয়ে বেড়াতে আসেন নিজ বাড়িতে।ঘটোনার সময় শিহাব ও নিহাজ পরিবারের সদস্যদের অগোচরে পাশের পুকুরপাড়ে খেলতে যায়।
পরিবারের সদস্যরা অনেক সময় দরে তাদের দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করেন, প্রায় এক ঘন্টা পরে পুকুরে নিহতরা ভেসে উঠে, পরে তাদের উদ্বার করে রায়পুর সরকারী হাসপতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার শিশু দুটি কে মৃত ঘোষণা করেন। সন্ধার পরে শিশু দুটি কে নিজ নিজ বাবার বাড়িতে জনাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।