রাজশাহীতে অস্ত্রসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গত সোমবার রাতে মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে লালন নামের এক অস্ত্র ব্যবসায়ী কে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত লালনের (৩৯) বাড়ী রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকায়,তার বাবার নাম আবুল কালাম বলে জানা যায়।
মঙ্গলবার সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে গ্রেপ্তার হওয়া লালনের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
লালন একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানিয়েছে, অস্ত্রসহ আটকের ঘটনায় রাতেই তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।