মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারে জেলা পরিষদের চেয়ারম্যান মরহুম মোঃ আজিজুর রহমান এর কুলখানি অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মরহুমের নিজ বাড়ি গুজারাই গ্রামে কুলখানি অনুষ্ঠিত হয়।
কুলখানি অনুষ্ঠান ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান, পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক ব্রিটিশ কাউন্সিলার এম এ রহিম (সিআইপি), সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, সাংবাদিক, মরহুমের আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য যে, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান গত ১৮ আগস্ট মৃত্যুবরণ করেন।