মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি || মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর উদ্যোগে ২৫ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন- ‘এক খন্ড জমি যেন অনাবাদি না থাকে’ প্রতিপালনের নিমিত্ত এ সবজি বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে মৌলভীবাজার স্কুলের খেলার মাঠ ব্যতীত অন্যান্য পতিত জমিতে শিক্ষার্থীদের নিয়ে সবজি চাষ করে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন পালনের জন্য শিক্ষকদের আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার।