মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি || মৌলভীবাজারে হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে এ দিবস পালিত হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন মৌলভীবাজার জেলার সুযোগ্য জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা পুলিশ সুপার ফারুক আহমদ (পিপিএম), পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।