মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি || বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার শহরের আওতাধীন লতিফিয়া দারুচ্ছুন্নাহ আইডিয়াল মাদরাসা হিফয শাখার ২০২০/২১ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় মাদরাসা কনফারেন্স হলে এ কাউন্সিল সম্পন্ন হয়।
মাদরাসার শিক্ষক হাফিয মাসাদ আহমদ ও হাফিয তাহের আহমদ এর সভাপতিত্বে ও শহর তালামীযের সহ প্রচার সম্পাদক নাঈম আলী কামরানের পরিচালনায় এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন শহর তালামীযের সভাপতি মোঃ মামুনুর রশীদ, বিশেষ নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা তালামীযের সভাপতি সৈয়দ সাহেদুল ইসলাম ও সরকারি কলেজ তালামীযের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ। কাউন্সিলে জুবায়ের আহমদ কে সভাপতি ও আফিকুল আফসান কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন, সহ সাধারণ সম্পাদক আকিব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক এহসানুল হক ইউসুফ, প্রচার সম্পাদক আব্দুস সামাদ, সহ প্রচার সম্পাদক রনি আহমদ, অর্থ সম্পাদক মাহিন আহমদ, অফিস সম্পাদক হান্নান রশীদ নাফী, প্রশিক্ষণ সম্পাদক তানভীর আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদ আহমদ, ছাত্র কল্যান সম্পাদক মাহিদ আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরাফাত রহমান সাইম, সদস্য রিজন আহমদ, আমিনুল ইসলাম মাহদি ও শাহী আহমদ।