মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি || মৌলভীবাজারে মুজিব শতবর্ষে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ‘মুজিববর্ষের অঙ্গীকার, কৃষি হবে দূর্বার’ বাস্তবায়নে এবং একসাথে বিকশিত হোন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, আমাদের কর্মই আমাদের ভবিষষ্যৎ প্রতিপাদ্য বিষয়ে অনলাইনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর যৌথ উদ্যোগে অনলাইন প্ল্যাটফর্মে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে জেলা প্রান্তে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার, ফারুক আহমেদ পিপিএম (বার), উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজী লুৎফুল বারী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মামুনুর রশীদ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ।