মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি || মৌলভীবাজারে মুজিব বর্ষে কভিড-১৯ এর স্বাস্থ্য বিধি অনুস্বরণ করে নিরাপদ খাদ্য (রেস্তোরাঁ) ও নিরাপদ খাদ্য (প্রত্যাহার) প্রবিধানমালা ২০২০ শীর্ষক কর্মশালা রবিবার (২৫ অক্টোবর) জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ডঃ মোঃ আব্দুল আলীম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাগণ, মৌলভীবাজার জেলার হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী, মিষ্টি বেকারির ব্যবসায়ী, খাদ্য শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংশ্লিষ্ট অংশীজন, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাবৃন্দ।