মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারে জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টা-৬টা পর্যন্ত মৌলভীবাজার সদর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ও শামীমা আফরোজ মারলিজ।
অভিযানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬, ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৬টি পৃথক মামলায় মোট ৪০০০ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।