মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি || আসন্ন শীতে করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েব প্রতিরোধে সকলের মাস্ক ব্যবহার নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
গত বুধবার (৪ নভেম্বর) জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার তত্ত্বাবধানে মৌলভীবাজার শহরের চৌমুহনা হতে শমসেরনগর সড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলাম এর পরিচালনায় মোবাইল কোর্টে পথচারী, দোকানের ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরিধান না করার অপরাধে পাঁচটি মামলায় মোট ১,৮০০/- টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।