মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি || মৌলভীবাজার সদর উপজেলার আখাইকুড়া ইউনিয়নের কাজিবাজার এলাকা থেকে ব্যবসায়ি সাজু চৌধুরী (৩০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঝিলমিল সাজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সাজু চৌধুরী আখাইলকুড়া ইউনিয়নের বেকামোড়া গ্রামের এলাইছ মিয়ার ছেলে।
আখাইকুড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফয়েজ মিয়া জানান, গত রবিবার রাতে সে দোকানধারি করে দোকানের ভিতর ঘুমিয়ে থাকে, সোমবার সারাদিন দোকান না খোললে পাশের দোকানের লোকজন দেখতে পায় দোকানের ভিতর থেকে লাগানো কোনা সারাশব্দ না পেয়ে তারা পুলিশকে খবর দেয় হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে দোকানের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় তার ঝুলন্ত লাশ।মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে সে আত্নহত্যা করছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।