মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি || মৌলভীবাজারে মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন ও নিম্নমানের ঔষধ বিক্রি বন্ধে জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার তত্ত্বাবধানে মৌলভীবাজার সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন ঔষধের দোকানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলাম এর পরিচালনায় মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন এবং নিম্নমানের ঔষধ মজুদ রাখার অপরাধে চারটি মামলায় কে কে ফার্মেসি, জেরিন ড্রাগ হাউস, খান মেডিসিন কর্নার, ও দীপু ড্রাগ হাউসকে মোট ৩৩,০০০/- টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।