মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় স্কাউটসের সম্মেলন ও ৬ষ্ঠতম ত্রৈবার্ষিক কউন্সিল সম্পন্ন হয়েছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটসের উপজেলা সভাপতি মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিনের পরিচালনায় সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু। এতে স্বাগত বক্তব্য রাখেন স্কাউটস কমিশনার মো. ছয়ফুল হক।
অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, স্কাউটসের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা সহকারী পরিচালক আবে হায়াত হাসান, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. ফয়জুর রহমান, জেলা স্কাউটস লিডার ফয়জুর রহমান প্রমুখ।
সম্মেলনে উপস্থিত শিক্ষকদের কন্ঠ ভোটে ইউএনও শামীম আল ইমরান কে সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন সহ সভাপতি, ছোটলেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ কুমার দত্ত কে কমিশনার ও পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম কে সম্পাদক, মুহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন যুগ্ম সম্পাদক, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গিয়াস উদ্দিন কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।