মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে মাদক নিয়ন্ত্রণে থানা পুলিশের অভিযানে গাজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গোয়ালবাড়ী ইউনিয়নের রত্না চা বাগান থেকে কে ৫০০ গ্রাম গাঁজাসহ কার্তিক কৈরি (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
জুড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, রত্না চাবাগান এলাকায় জুড়ী থানার ওসি তদন্ত আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তাহার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
জুড়ী থানার অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আজকে কার্তিক কৈরিকে আটক করা হয়। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।