মোহাম্মাদ আলী,মোংলা প্রতিনিধি।
মোংলায় উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। বুধবার (১৬ই ডিসেম্বর) সকাল ১০ টায় মোংলার স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি পুষ্প অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পার্পণ শেষে মোংলা পৌর আওয়ামীলীগ কার্যালয় এক আলোচনো সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। অলোচনা সভায় সভাপতিত্ব করেন বাবু শুনিল কুমার বিশ্বাস। এ সময় বক্তব্য রাখেন, মোংলা উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,পৌর আওয়ামীলীগ এর সভাপতি ও বাগেরহাট জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু,সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন,মোংলা পৌর যুবলীগের সভাপতি এস,এম,কবির হোসেন,সাধারণ সম্পাদক শেখ আল মামুন প্রমূখ।এ সময় বক্তারা বলেন,আজ মহান বিজয় দিবস।বাঙ্গালির হাজার বছরের ইতিহাস সবচেয়ে গৌরব ও অহংকারের দিন।
দীর্ঘ নয় মাস বিভীষিকাময় সময়ের পরিসমাপ্তির দিন।৪৯ বছর আগে এক সাগর রক্তের বিনিময়ে এ দিনে এসেছিলো বাংলার স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের অস্তিত্ব প্রতিষ্ঠার চিরস্মরণীয় দিন আজ। সভায় ছাত্রলীগ, যুবলীগ,সেচ্ছাসেবকলীগ সহ মোংলা আওয়ামীলীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দিবস উপলক্ষে সকালে উপজেলা মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। এর পরপরই সকাল সাড়ে ৬টা থেকে মোংলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তব অর্পণের মধ্য দিয়ে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। যেখানে প্রথমে পুষ্পস্তব অর্পণ করেন উপজেলা প্রশাসন, মোংলা পোর্ট পৌরসভা, মোংলা থানা পুলিশ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মোংলা উপজেলা ও পৌর শাখা,বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা ও পৌর শাখা, সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলা শাখা ।
এছাড়াও শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মোংলা পৌর শহরে সব সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যক্তি মালিকানাধীন গুরুত্বপূর্ণ ভবনগুলো জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠন পৃথক আলোচনা সভা ও দোয়াসহ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন কোরেছে।