মোংলা প্রতিনিধি,
বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের সুস্থতা কামনায় মোংলার মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। ০৯ নভেম্বার সোমবার মাগরিব বাদ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মী ও সকল অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিতো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রহমান, সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিম্বাস,সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন , পৌর যুবলীগের সভাপতি এস এম কবির, সাধারন সম্পাদক শেখ আল মামুন, আওমীলীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু, শ্রমিক লীগ নেতা নুরউদ্দিন আল মাসুদ, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সবুজ হাওলাদার, যুবলীগ নেতা নুর আলম জিকু প্রমুখ।
উল্লেখ্য,জাতীয় সংসদের বিশেষ অধিবেশনকে সামনে রেখে তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজটিভ আসে। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন মোংলা পৌর আওয়ামীলীগের সাধারন আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম। উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের স্বামী খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক তার স্ত্রীর আরোগ্য লাভের জন্য সবার নিকট দোয়া চেয়েছেন।