লক্ষীপুর (রায়পুর উপজেলা) প্রতিনিধি :খালেদ মোশারফ (নিশান)
লক্ষীপুর জেলা মেজিস্ট্রেটেরর নির্দেশনায় এবং রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিন চৌধুরীর সার্বিক সহযোগীতায় আজকের মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাজু মোল্লার ঘাট থেকে আলতাফ মাস্টারের ঘাট হয়ে রায়পুর উপজেলার শেষ সীমানা কালীগন্জ (বরিশালের সীমানা)পর্যন্ত টহল দেওয়া হয়।আজকের অভিযান পরিচালনা করেন লক্ষীপুর জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউ টিভ মেজিস্ট্রেট জনাব মোহাম্মদ আলামিন।
এ অভিযােন মৎস বিভাগ ও কোস্ট গার্ডের সমন্বিত সহযোগীতায় আলতাফ মাস্টারের ঘাট সংলগ্ন সকল প্রকার দোকান পাট বন্দ করা হয়।ইলিশ সম্পদ সংরক্ষণে ইলিশ প্রধান প্রজনন মৌসুম (১৪ অক্টোবর ২০২০ থেকে ৪ নবেম্বর ২০২০ মোট ২২দিন)এ সময় ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধকরন সফল করতে ঘাট সংলগ্ন আড়ৎ ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেন।এ ছাড়া এই ২২ দিন এসব কাজের সাথে সংশ্লিষ্টদের সর্বোচ্ছ ১থেকে ২ বছরের জেল অথবা ৫০০০ টাকা জরিমানার বিধান রয়েছে।