এসএম তারুণ্য নাহিদ, রায়পুরা উপজেলা (নরসিংদী) প্রতিনিধি: গাছ লাগিয়ে ভরবো এ দেশ , তৈরি করবো সুখের পরিবেশ এ স্লোগানকে সামনে রেখে বিজয় মাস উপলক্ষে মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন নরসিংদী জেলার একমাত্র মাদক বিরোধী সংগঠন “মাদকমুক্ত সমাজ চাই” রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন হাসনাবাদ এম আর ইন্টারন্যাশনাল প্রি ক্যাডেট স্কুল থেকে এ কর্মসূচি শুরু করেন ।
মাদকমুক্ত সমাজ চাই সংগঠনের সভাপতি এসএম তারুণ্য নাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আর ইন্টারন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও হাসনাবাদ পাবলিক লাইব্রেরীর সভাপতি এম আর মামুন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকমুক্ত সমাজ চাই সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোস্তাকিম আল জিসান, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুষার, এ সময় বক্তারা বলেন, প্রতিবছর প্রাকৃতিক ঝড়ে অসংখ্য ফলজ,বনজ ও ভেষজ গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র । গাছ না থাকায় এর প্রভাব পড়ছে মানুষের উপর।তাই মানুষকেই পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক ইদুল ফিতর, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান রিফাত,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ অলিউল্লাহ, যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক রাব্বি, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ফাহিম মৃধা, দপ্তর সম্পাদক মোক্তার হোসেন ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হোসাইন আহমদ, সহ-দপ্তর সম্পাদক আল আমিন, ক্রীড়া সম্পাদক মোঃ মোবারক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।