মো:লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে এবং উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব, এর সার্বিক সহযোগিতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের উদ্যোগে ”৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড” পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ৭ নভেম্বর শনিবার সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।
বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিশ্বনাথ রায় সভাপতিত্বে পুরস্কার বিতরনী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিরল মাইনুল হাসান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবু সুব্রত কুমার অধিকারী, সেতাবগঞ্জ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক বাবু সুবোধ চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগ এর উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: মাহাবুব আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: এমদাদুল ইসলাম ইশান। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন সেতাবগঞ্জ সাইন্স সোসাইটি ও বায়ান্ন-১৬ সংগঠনের নেতৃবৃন্দ। অধিকতর সহযোগিতার জন্য সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো: আব্দুস সবুর ও উপজেলা আওয়ামীলীগ এর সহ: দপ্তর সম্পাদক মো: আক্তারুজ্জামান সজীব -কে ধন্যবাদ জানান, আয়োজক সংশ্লিষ্ট বৃন্দ । সেতাবগঞ্জ সাইন্স সোসাইটি, বোচাগঞ্জ, দিনাজপুর ছবি তুলে সহায়তা করেছে, সাংগঠনিক সম্পাদক আকিব-উল-হক বাধন মোর্শেদ, সভাপতি, বায়ান্ন-১৬।