মো:লতিফুল ইসলাম (ফুল)বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সভাপতিত্বে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাসার মো:সায়েদুজ্জামান মাসিক সভায় হাসপাতালের ১২টি সমস্যার বিষয় নৌ পরিবহন প্রতিমন্ত্রীর কাছে উত্থাপন করেন।
এসময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীএমপি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।এছাড়াও হাসপাতালের সমস্যার বিষয়গুলো সমাধানের আশ্বাস দেন। হাসপাতালের পক্ষ থেকে নৌ পরিবহন প্রতিমন্ত্রীকে উত্তরীয় প্রদান করা হয়।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী মাসিক সভা শেষে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠা স্বাস্থ্য কর্মীদেরকে উপহার স্বরূপ মাস্ক প্রদান এবং হাসপাতালে নরমাল ডেলিভারিতে উৎসাহিত হবার জন্য মা ও শিশুকে উপহারসামগ্রী প্রদান করেন।
পরে হাসপাতাল চত্বরে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ করে।হাসপাতালের ব্যবস্থাপনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌর সভার মেয়র আব্দুস সবুর,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পতুল রানী, বোচাগঞ্জ থানার ইনচার্জের প্রতিনিধি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো:পিয়ারুর ইসলাম, আবাসিক মেডিকেল কর্মকর্তা আসাদুজ্জামান রুমন, নাসির্ং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স মোরশেদা খাতুন, তৃতীয় শ্রেণির প্রতিনিধি প্রধান সহকারী মো: মোসলেম উদ্দিন, চতুর্থ শ্রেণির প্রতিনিধি অফিস সহায়ক লোকমান হোসেন প্রমুখ।