মো:লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
বোচাগঞ্জ উপজেলার ৩নং মুশিদহাট ইউনিয়নের শঙ্খচুড়ায় প্রথম বারের মত ফিতা কেটে শ্রী: শ্রী: শারদীয় পূজা মন্ডপের শুভ উদ্বোধন করেন মো:নুরুল আনোয়ার চৌধুরী, (২২ অক্টোবর) বৃহস্পতিবার শঙ্খচুড়ায় প্রথম বারের মত পুজা মন্ডপ হয়ায় এলাকার বাসির মানুষের মনে আনন্দ প্রকাশ করছে। তবে সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে দুরৎ বজায় রেখে মাক্স ব্যাধতামুলক পরিধান করে পুজা উদযাপনের জন্য আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন মো:আজাদ চৌধুরী, মো:দেলোয়ার হোসেন বিপুল,ও এলাকা বাসি, পুজা দেখা এবং উপভোগ করার আহবান জানান পূজা মন্দির উদযাপন কমিটি।