মো:লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: “আমার রক্তে যদি বাঁচে একটি প্রান, তাহলে কেনো করবো না রক্তদান”-এই মূলমন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে দিনাজপুরের বোচাগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বোচাগঞ্জ ব্লাড ডোনেশন ক্লাব। বোচাগঞ্জ উপজেলাসহ দিনাজপুরে কোনো মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হলে এই সংগঠনের সদস্যরা তাদের মানবতার হাত বাড়িয়ে দিয়ে সাহায্য করেন।
শনিবার সেতাবগঞ্জ সরকারি কলেজের মাঠ প্রাঙ্গনে এই সংগঠনটি স্বল্প পরিসরে একটি আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভা চলাকালীন তাদের কাছে এক মুমূর্ষু রোগীর খবর আসলে সংগঠনটির সদস্যরা ৩ ব্যাগ এ পজিটিভ রক্ত দনে এগিয়ে যায়। তাদের সবাই অনেক আনন্দিত এই কাজের সাথে জরিত থেকে।
অলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুল, সাধারন সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম ইশান সহ ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক বলেন এইসকল মানবসেবামূলক কাজে বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সবসময় তাদের পাশে ছায়া ও চোখের পলকের মতো থাকবে এবং ছাত্রলীগ তাদের সার্বিক সহযোগিতা করবে।
সংগঠনটির যাত্রা অনেক আগে শুরু হলেও এখনো কোনো কমিটি গঠন করা হয় নি। তাই শনিবার আলোচনা সভায় ছাত্রলীগের সভাপতির নির্দেশে তৎক্ষনাৎ একটি তিন সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ও একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয় শাকিল ইসলাম হৃদয়, যুগ্ন আহ্বায়ক মেহেদি হাসান রবিন, যুগ্ন আহ্বায়ক মোঃ জাহিদ খান স্বপ্নিল । ভবিষ্যতে তাদের কাজের মাধ্যমে দিনাজপুর জেলার একটি অন্যতম সংগঠন হিসেবে পরিচিতি পাবে বলে তারা দাবি করেন।