মো:লতিফুল ইসলাম (ফুল)বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ১১ ডিসেম্বর শুক্রবার বিকালে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।২নং ইশানিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগকে গতিশীল ও সুগঠিত করার লক্ষে বাতাসন দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিত্য কুমার রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: দেলোয়ার হোসেন বিপুল ও প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ঈশান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ন-সাধারণ সম্পাদক মো: জাহিদ আরমান।
সভায় প্রধান অতিথি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন বিপুল মৌলবাদিদের নিয়ে বলেন, ” আপনারা সাবধান হয়ে যান, আমরা মাঠে নামলে আপনারা টিকতে পারবেন না। আপনাদেরকে অনেকবার সুযোগ দিয়েছি, আর নয়। এই বাংলার মাঠিতে আপনাদের মৌলবাদী চলবে না: আপনারা হুশিয়ার হয়ে যান।”সভাপতি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে তৃনমুল পর্যায়ের ছাত্রলীগ নেতৃবৃন্দের সতর্ক হতে হবে। আপনারা নিজে মাদক থেকে দূরে থাকবেন এবং অন্যদেরকে এ বিষয়ে সতর্ক করবেন। কাউকে মাদক সেবন করতে দেখলে আপনারা রুখে দাড়াবেন,আমরা আপনাদের পাশে থাকব। মতবিনিময় সভায় বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: এমদাদুল ইসলাম ইশান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দদের দিকনির্দেশনা দেন।
এছাড়া বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রলীগ নেতা কর্মীদের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন অনেকেই।এসময় আরও উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মো: নোবেল ইসলাম রুবেল, সেতাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সহ বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।