মো:লতিফুল ইসলাম (ফুল)বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪ নং আটগাঁও ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাগর চন্দ্র দেবশর্মা এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুল ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম ইশান। ইউনিয়ন ছাত্রলীগকে শক্তিশালী ও সুসংগঠিত করতে অতিথিরা নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
মতবিনিময় সভার প্রধান বক্তা বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম ইশান বলেন “যারা বাংলাদেশ জাতীয় পতাকা আকাশে উড়তে দিতে চায় না, যারা এদেশে বঙ্গবন্ধুর আদর্শকে মুছে দিতে চায়, যারা এই দেশে অসাম্প্রদায়িকতা সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করতে চায় ; তাদেরকে ছাত্রলীগ ছার দেবে না।”প্রধান অতিথির বক্তব্যে বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুল বলেন “বঙ্গবন্ধুর আদর্শের কথা শুনলেই হবে না, সেটার প্রকৃত ধারন ও বাস্তবায়ন করতে হবে। তার উদাহরণ হলো ; মাদক ও জামাত শিবিরের কুচক্রের বিরুদ্ধে সক্রিয় ভুমিকা পালন করা।
এছাড়া আরও বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নাজমুল হাসান নিশাত। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগ, সেতাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ, সেতাবগঞ্জ পৌর ছাত্রলীগ সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।