মো:লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মোঃ মাহামুদুল আলম আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বোচাগঞ্জে বিভিন্ন সরকারি অফিস পরিদর্শনে আসেন । বিভিন্ন অফিস পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসে জেলা প্রশাসক বলেন,করোনা দুর্যোগকালীন সময়ে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড অত্যন্ত সচ্ছতার সাথে এগিয়ে যাচ্ছে। সরকারি অফিসে এসে জনসাধারণ তাদের সমস্ত সেবা কোন রকম হয়রানী ছাড়াই দ্রুত সময়ের মধ্যে সেবা পান এজন্য সবধরনের পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা দেন।
মুজিব বর্ষে সরকার দেশবাসীর জন্য অনেক ভালো ভালো কাজ হাতে নিয়েছে, মাঠ পর্যায়ে তা সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়নের জন্য তিনি সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধিদের সকল মহলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। নিয়মিত রুটিন অনুযায়ী কার্যক্রমের অংশ হিসেবে এরপর তিনি থানা পরিদর্শন করেন এবং থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী সহ পুলিশ অফিসারদের নিয়ে মতবিনিময় করে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন তাদের সাথে। পরে জেলা প্রশাসক মোঃ মাহামুদুল আলম উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে, সরকারী সেবা যাতে দ্রুত সময়ের মধ্যে সেবা পান তা নিশ্চিত করার জন্য ভূমি অফিস ও তপশীল অফিসের কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন। জেলা প্রশাসক এখানে ৩৮ টি ভূমিহীন পরিবারকে কবুলিয়ত দলিল হস্তান্তর করেন এবং সবাইকে একটি করে ফলের গাছ উপহার দেন ।
জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব ছন্দা পাল ২নং ইশানিয়া ইউনিয়ন পরিষদ এবং ইশানিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও কারিগরি বোর্ড কর্তৃক অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। সেই সাথে ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তা মো: সামসুজ্জোহার সাথে মতবিনিময় করেন। কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম দেখে তিনি ভ’য়সী প্রশংসা করেন। সর্বশেষ তিনি বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং ৪ নং ইউনিয়নের গুচ্ছ গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জুলফিকার হোসেন, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, ভাইস চেয়ারম্যান নুর আলম, অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।