মো:লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জে ১২ কোটি ৫৪লাখ টাকা ব্যায়ে সেতাবগঞ্জ সুগার মিল হতে মাহেরপুর হাট ভায়া নাওয়াভিটা হাট পযর্ন্ত রাস্তার দুই ধারে যুগোপযোগি সড়ক প্রস্থ্যকরণ উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সরজমিনে গিয়ে ঘুরে দেখা যায় সংস্কার কাজের বাধা হয়ে দাড়িয়েছে বন বিভাগের এই দুটি শালগাছ। বন বিভাগ কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে গাছদুটি কর্তন করার উদ্দ্যোগ গ্রহন না করলে মাঝ সড়কে গাছ রেখেই সংস্কার কাজ এগিয়ে নেবে বলে জানাযায় উপজেলা প্রকৌশল অধিদপ্তর।
এতে করে যে কোন সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো: আনোয়ার হোসেন জানান,বোচাগঞ্জ বাসীর উন্নয়নে নৌপরিবহন মন্ত্রালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো:খালিদ মাহমুদ চৌধুরী এমপি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। চলমান উন্নয়ন কাজ শেষ হলে এই সড়কটি হবে একটি গুরুত্বপূর্ণ সড়ক।
এই সড়কের সাথে বিরল স্থলবন্দরসহ দিনাজপুর,ঠাকুরগাও-পীরগঞ্জ সড়কের সংযোগ রয়েছে। সড়ক প্রস্থ্য করণ কাজ শেষ হলে আশপাশ এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন পাশাপাশি অত্র এলাকার মানুষের ব্যবসা বানিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে গাছদুটি কর্তনের উদ্দ্যোগ গ্রহন করবেন বন বিভাগ কর্তৃপক্ষ ।