মো:লতিফুল ইসলাম (ফুল),বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয়।
এরপর বোচাগঞ্জ কেন্দ্রীয় স্মৃতি সৌধে জাতীয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। প্রথমেই বাংলদেশ সরকারের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন পৌর মেয়র মো: আব্দুৃস সবুর, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আফছার আলী, সহ সভাপতি ,মো: নাঈম উদ্দিন শাহা, মো: জাফরুল্লহ্, মো: শাহ্ নওয়াজ, যুগ্ন সম্পাদক আবু তাহের মো: মামুন, শামীম আজাদ, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, দপ্তর সম্পাদক এম বিল্লাহ্ জুয়েল, সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেতাবগঞ্জ প্রেসক্লাব সহ রাজনৈতিক, স্কুল, কলেজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে নিবার্হী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।