মো:লতিফুল ইসলাম (ফুল)বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জে ৫নং ছাতইল ইউনিয়নের সুখদেবপুরে স্বর্গীয় মহেন্দ্র নাথ রায় বোয়াইল (৭৫) এরর শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশগ্রহন করেন মাননীয় নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। মহেন্দ্র নাথ রায় ৩ ছেলে এক স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গত ২৫ নভেম্বর বুধবার সকালে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। তিনি মৃত্যুর আগে তার পরিবারেরর লোকজনকে বলে গেছেন, আমার শ্রাদ্ধ অনুষ্ঠানে মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি যেন উপস্থিত থাকেন। তাই মহেন্দ্র নাথের এই ইচ্ছা পুরনে ও ভালবাসার টানে ৩০ নভেম্বও সোমবার ঢাকা থেকে ছুটে এসে শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগদান করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও শ্রাদ্ধ অনুষ্ঠানের সকল খরচ প্রদান করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল,বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, বোচাগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:আফছার আলী, বোচাগঞ্জ পৌর মেয়র আব্দুর সবুর প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মিরা এসময় উপস্থিত ছিলেন।