মো:লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ,(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জে ফেন্সিডিল সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। ১৪ নভেম্বর শনিবার সকালে বোচাগঞ্জ থানা থেকে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: আজিজুল হক বাবু (৩৬) পিতা- আব্দুস সোবাহান, গ্রাম-নারইল, থানা বোচাগঞ্জ ২। হারুনুর রশিদ (৩১) পিতা-গোলাম রব্বানী, গ্রাম- পার্বতীপুর, থানা- বীরগঞ্জ, ৩। মো: শহিদুল্লাহ (৪৫) পিতা-মৃত আজহারুল গ্রাম- নওপাড়া, থানা-বীরগঞ্জ, ৪। মো: আবু দারদা (২৮) পিতা- মাহবুবুল হক, গ্রাম-লস্করপুর, থানা-বীরগঞ্জ, সকলের জেলা- দিনাজপুর কে আদালতে প্রেরণ করা হয়।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: নবি হোসেন খান জানান, গত ১৩ নভেম্বর শূক্রবার বিকাল আনুমানিক ৪টার দিকে বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের পরমেশ্বপুর বিজিবি ক্যাম্পের জেসিও নায়েক সুবেদ মো: তারা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে নারইল-সুকদেরপুর সড়ক থেকে উক্ত আাসামীদের ১১ বোতল ফেন্সিডিল, ৫টি মোবাইল, ২টি মোটর সাইকেল ও নগত ১৮ হাজার টাকা সহ গ্রেফতার করে বোচাগঞ্জ থানায় সপোর্দ করে এবং নায়েক সুবেদর তারা মিয়া নিজে বাদী হয়ে মাদকদব্র নিয়ন্ত্রন আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন যার মামলা নং- ৭/৭৬ তারিখ-১৩/১১/২০২০ ইং।