মো: লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি ঘোষনা দিবস উদযাপন করা হয়েছে। এই দিনে ১৯৭২ সালের ১০ই অক্টোবর ফিনল্যান্ডের হেলসিংকিতে বিশ্বশান্তি পরিষদ এ ইশতেহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শোষিত ও নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তথা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাঁর সাধারন অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মান ‘জুলি ও কুরি’ পুরষ্কারে ভুষিত করে।
দিবসটি উপলক্ষ্যে বোচাগঞ্জের সামাজিক সংগঠন “বায়ান্ন ১৬” এর আয়োজনে সেতাবগঞ্জ পৌরসভার হলরুমে ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ, বোচগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোঃ আব্দুস সবুর। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাহাবুব আলম, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সেতাবগঞ্জ সরকারি কলেজের প্রভাষক ঈশ্বর চন্দ্র রায়, কৃষকলীগ নেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন। ভার্চুয়ালি যোগ হন সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিশ্বনাথ রায় এবং সভাপতিত্ব করেন ‘বায়ান্ন ১৬’ সংগঠনের সভাপতি মোঃ মাহাবুব মোর্শেদ বাধন। প্রকাশ থাকে যে, পরের বছর ১৯৭৩ সালের ২৩শে মে বিশ্বশান্তি পরিষদের উদ্যোগে ঢাকায় অনুষ্টিত এশিয়া শান্তি সম্মেলনে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ পদক প্রদান করেন বিশ্বশান্তি পরিষদের সেক্রেটারি জেনারেল রমেশ চন্দ্র।