বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে লালন সাঁইজীর ১৩০ তম তিরোধান দিবস, ১৭ অক্টোবর পহেলা কার্তিক, তাঁকে স্মরণ করতে বোচাগঞ্জের সামাজিক সাংস্কৃতিক সংগঠন’ বায়ান্ন ১৬’ স্বাস্থ্য বিধি মেনে সেতাবগঞ্জ স্কুল রোডে নানা কর্মসূচী গ্রহন করেছে।
লালন ফকির ভক্ত-অনুরাগীদের জন্য কার্তিকের এই দিনটি বিশেষ দিন। এই দিনে ১৩০ বছর আগে ফকির লালন সাঁইজী কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিরোধান করেন।
তাঁকে স্মরণ করতে বোচাগঞ্জের সামাজিক সাংস্কৃতিক সংগঠন’ বায়ান্ন ১৬’ স্বাস্থ্য বিধি মেনে সেতাবগঞ্জ স্কুল রোডে লালন সাঁই এর ১৩০ তম তিরোধান বার্ষিকী পালন করা হবে।