মো:লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় “মুজিববর্ষের আহব্বান, যুব কর্মসংস্থান” এই স্লোগান সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব ২০২০ দিবস পালিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর বোচাগঞ্জ উপজেলায় এর আয়োজনে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা হলরুমে (১নভেম্বর) রবিবার সকাল ১১টায় যুবদের মাঝে উপজেলা পরিষদ মিলনায়তনে এ দিবস উপলক্ষে ঋনের চেক, মাস্ক, সনদ প্রদান করা হয়।
এ সময় ১৭ জনের মাঝে ৭,৫০,০০০ টাকার ঋনের চেক ও ১০ জনকে প্রশিক্ষনের সনদ বিতরন করেন। উপজেলা প্রসাশন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান,জনাব এডভোকেট মো: জুলফিকার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন যথাক্রমে উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মো:নুরআলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানি, বোচাগঞ্জ উপজেলায় যুব উন্নয়ন অফিসার মো:মতিউর রহমান, বিভিন্ন যুব সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।