মো:লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা কৃষি অফিসের ২০২০-২১ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় শাক সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ-২ মৌসুমে বোচাগঞ্জ উপজেলার ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে স্বলপ ও মধ্যকালাীন মেয়াদী ফসলের বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর।
১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১২ টায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোঃ আব্দুস সবুর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশাপাশি আমাদের সকলকে দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব নিতে হবে। জননেত্রী ঘোষনা দিয়েছেন দেশের এক ইঞ্চি জমিও যেন প্রতিত না থাকে। বর্তমান করোনা মহামারীর মধ্যে সকলকে স্বাস্থ্য বিধি মেনে প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নে কাজ করে যেতে হবে। উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফ আফজাল।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন (লাবু), উপজেলা ছাত্রলীগের সভাপতি বিপুল ও সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম ইশান প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষকদের মাঝে স্বল্প কালীন মেয়াদী ফসল যেমন, লাল, ডাটা, কমলী, পালং শাক। মধ্যম কালীন মেয়াদী শশা, লাউ, মিষ্টি কুমরা, করলা, মরিচ বরবটি ও সীম ফসলের বীজ বিতরণ করা হয়েছে।