মো:লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন গত ১৬ সেপ্টেম্বর বুধবার। তিনি হোম আইসোলেশনে আছেন। তার দ্রুত সুস্থতা ও দোয়া কামনায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সেতাবগঞ্জ অডিটোরিয়ামে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নৌপ্রতিমন্ত্রী এই ক্রান্তিকালীন সময়ে দেশের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয় বন্ধ রাখেন নি। বন্দরগুলোর উন্নয়ন কাজ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেশের রাষ্ট্রীয় সম্পদ দেশের কাজে ব্যবহার করছেন। তাছারাও সেগুলোর কার্যক্রম তিনি নিজে পরিদর্শন করেন।
করোনাকালীন সময়ে প্রতিটি মানুষের সাথে তার সুসম্পর্ক বজায় রেখেছেন। আজ তার জন্য তৃনমূল পর্যায়ের সেই ভালোবাসার নেতাকর্মীরা তার জন্য দোয়া মাহফিলে অংশ নেন।