মো:লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
“আপনার পুলিশ আপনার পাশে” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশে এক যোগে নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশের অংশ হিসেবে, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে এবং সেতাবগঞ্জ পৌর শহরে ৩টি সহ মোট ৯টি স্থানে নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ করা হয়েছে ।
এসময় বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নবী হাসান খান তার বক্ততব্যে বলেন, বর্তমানে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। টিভি চ্যানেল, পত্রিকার পাতা খুললেই নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র দেখা যায়। এভাবে দেশ চলতে পারেনা, কিছু মানুষ রুপি অমানুষের কাছে দেশের নারী সমাজ কখনোই জিম্মি হতে পারে না। আপনারা যেখানেই নারী নির্যাতনের ঘটনা দেখবেন সাথে সাথে পুলিশ প্রশাসনকে খবর দিন পুলিশ সাথে সাথে ব্যবস্থা নেবে। পুলিশ প্রশাসন সর্বদা নির্যাতিতার পাশে রয়েছে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন বন্ধ করে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে। (১৭ অক্টোবর) শনিবার সকাল ১০ টায় সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭নং বিট পুলিশিং সেতাবগঞ্জ পৌরসভা বোচাগঞ্জ দিনাজপুর আয়োজিত নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশে তিনি একথাগুলো বলেন।
উক্ত অনুষ্ঠানে সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও সেতাবগঞ্জ পৌরসভার ১,২,৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা ফেরদৌস পুতুল, সেতাবগঞ্জ পৌর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিক মোছা: হাসিনা বেগম, বোচাগঞ্জ থানার এস আই মো: মাহাবুবুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।