মো:লতিফুল ইসলাম (ফুল)বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জে ৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে। বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি মহোদয় এর নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ২০২০-২০২১ অর্থ বছরে বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের নাফানগর দাখিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে শীতার্থ দুঃস্থ ও দরিদ্র জনসাধারণের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
অপরদিকে ১নং নাফানগর ইউনিয়নের ফুটকিবাড়ী দুঃস্থ ও দরিদ্র জনসাধারণের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। মোট পাঁচশত জনের মাঝে খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সন্মানিত সহ-সভাপতি নঈম উদ্দিন শাহ , বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আফছার আলী,যুগ্ম সম্পাদক আবু তাহের মো: মামুন, দপ্তর সম্পাদক, এম বিল্লাহ জুয়েল, সাংগঠনিক সম্পাদক সুকুমল রায়, ১নং নাফানগর ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সভাপতি তৈমুর ইসলাম সহ অনান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।