মো:লতিফুল ইসলাম (ফুল)বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:
চলোমান শীতের তীব্রতার হাত থেকে রক্ষা পেতে শীত মৌসুমে নানা রোগে আক্রান্ত থেকে বাঁচানো যাবে দরিদ্র ও অসহায় মানুষদের এই চিন্তাধারা মাথায় নিয়ে কনকনে শীতে অসহায় দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য শীত বস্ত্র বিতরণ। দিনাজপুর চেম্বার এন্ড ইন্ডাষ্ট্রির সৌজন্যে এবং বোচাগঞ্জ উপজেলা চাউল কল মালিক বহুমুখী সমবায় সমিতির আয়োজনে (১২জানুয়ারী) মঙ্গলবার সন্ধ্যায় স্কুল রোডস্থ তাদের অফিস কার্য্যালয়ে শীত বস্ত্র বিতরণ করেছে।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মিল মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো: ফরহাদ মতিন চৌধুরী,বোচাগঞ্জ উপজেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মো: ফয়জুল আলম চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক মো: আফছার আলী, উপজেলা চাউল কল মালিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো: লিয়াকত আলী, সহ-সভাপতি মো: ইসাহক আলী, সদস্য মো: জাফরুল্লাহ, মো: সাজেদুল পারভেজ, মো: নুরুজ্জামান সোনা মো: সায়েদুজ্জামান হারিসুল সহ অন্নান্য সদস্য বৃন্দ।