মো:লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ১৩ হাজার ৫ শত তালের বীজ রোপন কর্মসুচীর অংশ হিসেবে বোচাগঞ্জ উপজেলায় তালের বীজ রোপন করা হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় মুশিদহাট ইউনিয়নের সড়কে তালের বীজ রোপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় (ভার্চুয়াল) সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ভার্চুয়াল) রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা। তিনি বলেন তালগাছ পরিবেশ বান্ধব একটি গাছ। বিজলী প্রতিরোধক হিসাবে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এ গাছ এখন বিলুপ্তির পথে,তাই আমরা ১৩৫০০ গাছ লাগাবো।
এসময় আরো বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড:মো: জুলফিকার হোসেন, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, ভাইস চেয়ারম্যান মো: নুর আলম, পুতুল রানী, প্রকল্প কর্মকর্তা মো: মনসুর আলী, মুশিদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাফরুল্লাহ, রনগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আনিসুর রহমান প্রমুখ।