মো:লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
“আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার”এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যডভোকেট মোঃ জুলফিকার হোসেন ।এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ পিয়ারুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক মোছাঃ তাজরিন শশি। অনুষ্ঠানে সহযোগিতা করেছেন রেজিষ্ট্রেশন প্রাপ্ত স্বেচ্ছাসেবী নারী সংগঠন সমুহ।